এপ্রিল ১১, ২০২২,১২:৩৫ পূর্বাহ্ণ
প্রতিনিধিঃ- bdnewstv24.com
পবিত্র মাহে রমজানে পটুয়াখালীর কুয়াকাটায় অধিকাংশ হোটেল এবং রেষ্টুরেন্ট বন্ধ থাকায় ভবঘুরে মানসিক ভারসাম্যহীন (পাগল) লোকগুলো ভোগান্তিতে পড়েছে। আগে হোটেল রেষ্টুরেন্টে হাত পাতলে কিছু খাবার পেত। যা এখন সহজ নয়। এসব মানসিক ভারসাম্যহীন মানুষের ক্ষুধা নিবারনে পটুয়াখালীর কুয়াকাটায় ‘জন্মভূমি ক্লাব’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন নিজেদের এবং কিছু বিত্তবানদের থেকে অর্থ সংগ্রহ করা টাকায় দুপুরে এবং রাতের খাবার রান্না করে তাদের মাঝে পৌঁছে দিচ্ছেন।
বিগত ২০১৯ইং সালে ৩০(ত্রিশ) সদস্য বিশিষ্ট ০১(একটি) কমিটি গঠন করে সংগঠনটির যাত্রা শুরু করেন। শুরুতে ভারসাম্যহীন পাগলদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হলেও পরের বছর মহামারি করোনার সময় অভূক্ত কুকুরকেও তারা খাবার দেয়। এছাড়া রাস্তার পাশে পড়ে থাকা অসুস্থ ব্যক্তিদেরও চিকিৎসা সেবাও প্রদান করে আসছেন সংগঠনটি।
#
Site Developed By: Md. Shohag Hossain