ডিসেম্বর ১৭, ২০২২,৮:৪৩ অপরাহ্ণ
Reporter:- bdnewstv24.com
মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী আসিফ আহম্মেদ আনিস।
শুক্রবার (১৬ ই ডিসেম্বর) ২০২২ইং সকাল ১০( দশ) টায় সোনারগাঁয়ের লোক এবং কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরে অবস্থিত বঙ্গবন্ধু ভাস্কর্যে তিনি শ্রদ্ধা জানান। এই সময় সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এই সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীসহ ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
আসিফ আহম্মেদ আনিস বলেন,যাদের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন লাভ করেছে আমরা তাদের ভূলতে পারি না।দীর্ঘ ০৯( নয়) মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এবং ৩০( ত্রিশ) লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং ০২( দুই) লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছি। আমরা তাদের কথা কিছুতেই ভূলতে পারবনা। আমরা প্রাণ ভারে তাদের জন্য দোয়া করি। আল্লাহ্ যেন তাদেরকে বেহেশতের শ্রেষ্ঠতম স্থান দান করেন। সেই সাথে যারা বেঁচৈ আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।তাদেরকেও যেন আল্লাহ্ ভালো রাখেন। আমাদের দেশ নেত্রী জননেত্রী সব সময় এই মুক্তিযুদ্ধের নিয়ে চিন্তা ভাবনা করেন ও তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছেন পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিশ্বের কাছে। আমি তাঁর সার্বিক উন্নতি কামনা করছি।
সকল সংবাদ সংগ্রহ করি ।
Site Developed By: Md. Shohag Hossain