অক্টোবর ২, ২০২৫,২:১৬ পূর্বাহ্ণ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বজ্রপাতে এক ড্রেজার শ্রমিক নিহত হয়েছে। তিনি একটি আনলোডিং ড্রেজারে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার মধ্য ভাটেরচর বাজার সংলগ্ন এলাকায় মেঘনার শাখা নদীতে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম রবিউল আউয়াল (৪০)। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একরামপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে।ঘটনার প্রত্যক্ষদর্শী ওসমান গনি বলেন, ‘মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে হঠাৎগজারিয়ায় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এই সময় ভাটেরচর গ্রাম সংলগ্ন মেঘনার শাখা নদীতে একটি ড্রেজার থেকে বালু আনলোড করছিল রবিউলসহ কয়েকজন শ্রমিক। হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয় রবিউল। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত ফারজানা বলেন, ‘বিকাল চারটার দিকে তাকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছিল।’গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘এই রকম কোন তথ্য আমার কাছে নেই। আমি খোঁজ-খবর নিয়ে দেখছি।
সঠিক সংবাদ সংগ্রহ করা হয়
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain