আগস্ট ২৭, ২০২৪,৯:০৩ পূর্বাহ্ণ
সোমবার (২৬ শে আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।
বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ এ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হত্যা মামলা দায়ের হচ্ছে। একাধিক মামলায় ১৪ দলের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনুও আসামি।
গত ২২শে আগস্ট ১৪ দলের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে পুলিশ।
সরকার পতনের পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি ও দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার এড়াতে বেশির ভাগ নেতা আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ দেশ ছেড়ে চলে গেছেন বলেও সংবাদ প্রকাশিত হয়েছে।
Site Developed By: Md. Shohag Hossain