আজ বুধবার,১লা মে, ২০২৪ ইং, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
>> গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড.bdnewstv24.com >> মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রতিষ্ঠা বার্ষিকী পালন”.bdnewstv24.com >> রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনার চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু.bdnewstv24.com >> চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন: প্রধানমন্ত্রীর শেখ হাসিনা. bdnewstv24.com >> গজারিয়ায় দুই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম এর পক্ষে গনসংযোগ এবং লিফলেট বিতরন। bdnewstv24.com >> বেলখাইন স্পোটিং ক্লাবের অলনাইট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন.bdnewstv24.com >> গজারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেন আমিরুল ইসলাম.bdnewstv24.com >> বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন. bdnewstv24.com >> বাকেরগঞ্জের বেদে পল্লীতে ইউএনও এর ঈদ উপহার প্রদান। bdnewstv24.com >> গজারিয়ায় চিপস খেয়ে গলায় আটকে শিশুর মৃত্যু. bdnewstv24.com     

সন্দ্বীপেও বসে নেই সম্ভাব্য প্রার্থীরা বড় দু’দলে আভ্যন্তরীন কোন্দল তুঙ্গে

আগস্ট ১৭, ২০১৭,৮:৫৩ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কমঃ চট্টগ্রাম প্রতিনিধিঃ মোঃ শহিদুল ইসলামঃ দেশের মূল ভুখন্ড থেকে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলা স›দ্বীপেও একাদশ সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা বসে নেই। গেল ঈদে এসব প্রার্থীদের ঈদ উপহারের পাশপাশি ঈদ শুভেচ্ছা বিনিময়, পোষ্টার, ঈদ কার্ড, বাড়ি টু বাড়ি ঈদ আলিঙ্গন করতে দেখা গেছে। কেউ কেউ ঈদ বকশিস হিসেবে নগদ টাকাও বিতরণ করেছেন। এখন চলছে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারণা ও জনমত জরিপ। স›দ্বীপ স্বাধীনতা পূর্ববর্তীকালে মুসলিম লীগ, স্বাধীনতা পরবর্তীতে বিএনপি অধ্যুষিত এলাকা হলেও এখানে মুস্তাফিজ পরিবার জাতীয় নির্বাচনে ফ্যাক্ট।
স›দ্বীপ থেকে প্রথম সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগ দলীয় প্রার্থী এম ওবায়দুল হক, দ্বিতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন গণফ্রন্ট মনোনীত প্রার্থী এ কে এম রফিক উল্লাহ চৌধুরী, তৃতীয় ও চতুর্থ সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন জাতীয় পার্টি এরশাদ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এ কে এম শামসুল হুদা, পঞ্চম সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মুস্তাফিজুর রহমান, ৬ষ্ঠ সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন (১৫ ফেব্রুয়ারি’৯৬) বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, সপ্তম সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মুস্তাফিজুর রহমান, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, দশম সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা। তিনি সাবেক সাংসদ প্রয়াত মুস্তাফিজুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। স›দ্বীপে আওয়ামী লীগের বাইরে মুস্তাফিজের জনসম্পক্তৃতা ও দানের কারণে মুস্তাফিজ পরিবারের ভোট রয়েছে ২২/২৫ হাজার। ইতোমধ্যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে দলীয় কর্মীসহ নিরীহ অনেকের প্রাণহানি ঘটেছে।
স›দ্বীপে গ্রেপ-উপ গ্রুপে বহুদা বিভক্ত বিএনপি। এই গ্রæপ গুলো হলো-আলহাজ্ব মোস্তফা কামাল পাশা (গিয়াস কামাল চৌধুরী), মোস্তফা কামাল পাশা বাবুল (সরাসরি কেন্দ্র), নুরুল মোস্তফা খোকন (আসলাম চৌধুরী), অ্যাডভোকেট আবু তাহের (স›দ্বীপ বিএনপি’র একাংশের সভাপতি), যুবদল নেতা ফোরকান উদ্দিন রিজভী (আসলাম চৌধুরী), ছাত্রদল নেতা আনিস আক্তার টিটু (আসলাম চৌধুরী)। স›দ্বীপ আওয়ামী লীগও অন্তত চার গ্রুপে বিভক্ত। গ্রুপে গুলো হল-আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা (এমপি গ্রুপে),  আলহাজ্ব মাস্টার শাহজাহান (উপজেলা চেয়ারম্যান গ্রুপে), শিল্পপতি আকরাম খান দুলাল (খান গ্রুপে) ও জাফর উল্লাহ টিটু (মেয়র গ্রুপে)।
আগামী একাদশ সংসদ নির্বাচনে ২৮০-চট্টগ্রাম ৩ স›দ্বীপ আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইতে পারেন- বর্তমান এমপি আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার শাহজাহান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকরাম খান দুলাল, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ডা. জামাল উদ্দিন চৌধুরী ও পৌর মেয়র জাফর উল্লাহ টিটু। বিএনপি থেকে মনোনয়ন চাইতে পারেন সাবেক এমপি আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য নুরুল মোস্তফা খোকন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের ও স›দ্বীপ বিএনপি’র একাংশের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। ছোটদল গুলোর মধ্যে এনপিপি ছাড়া অন্য কোন দলের কার্যক্রম চোখে পড়ে না। জনশ্রুতি রয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে আম প্রতীকে নির্বাচন করবেন আবুল কাসেম হায়দার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। তাঁর মাঝে বিরাজমান তারুণ্য নির্ভরতা ও সৃজনশীলতা। তিনি এনপিপি’র চট্টগ্রাম জেলা সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সভাপতি। শেষ পর্যন্ত এই্ সাবেক ছাত্রনেতাও বড় দু‘ দলের মাথা ব্যাথ্যার কারণ হয়ে দাঁড়াতে পারেন।
একাদশ সংসদ নির্বাচনে যেই নির্বাচিত হোন না কেন স›দ্বীপবাসীর চাওয়া ঝুঁকিমুক্ত গুপ্তছড়া কুমিরা নৌপথ নিশ্চিত করা, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে স›দ্বীপকে বিদ্যুতায়ন ও আভ্যন্তরীণ সন্ত্রাস সমূলে নির্মূল করা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

 

Site Developed By: Md. Shohag Hossain