ডিসেম্বর ৪, ২০২১,৩:০৪ পূর্বাহ্ণ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের গাঙ্গেরকুট এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে ঐ এলাকায় অভিযান চালিয়ে ১৬০(একশত ষাট) পিছ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার আন্দিকুট ইউনিয়নের গাঙ্গেরকুট গ্রামের মৃত কালা মিয়ার ছেলে মামুন মিয়া (২৭)।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই কাজী মো: শাহনেওয়াজ এবং এ এস আই জুয়েল রানাসহ সঙ্গীয় ফোর্স গাঙ্গেরকুট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬০(একশত ষাট) পিছ ইয়াবাসহ ০১ (একজন) মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে। আসামির বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain