আজ মঙ্গলবার,১১ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৬ হিজরী
>> >> দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদত্যাগ করুন, উপদেষ্টাদের আযম খান . bdnewstv24.com >> যাত্রাবাড়ির দনিয়া কলেজের সামনে  কিশোর গ্যাংয়ের হাতে প্রকৌশলী খুন. bdnewstv24.com >> তেলাপোকার ওষুধের বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায়, করা মামলার বিচার শুরু . bdnewtv24.com >> ছাত্র প্রতিনিধিদের বাকবিতন্ডার ভিডিও ফেসবুকে,প্রতিবাদে সংবাদ সম্মেলন । bdnewstv24.com >> সিনিয়র সাংবাদিক জহিরকে রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা অনুষ্ঠান ।  bdnewstv24.com >> গৌরনদীতে ১৬ বছর পর উন্মুক্ত লটারীতে ঠিকাদার নির্ধারণ। bdnewstv24.com >> >> গুইমারা উপজেলা কমিটির কোয়াটার্লি, কো অর্ডিনেশন সভা অনুষ্ঠিত । bdnewstv24.com >> কমলনগরে কৃষক দলের, কৃষক সমাবেশ ।  bdnewstv24.com     

প্রতিটা ইউনিয়নে মোঃরুহুল আমিন আকন্দ হিপলু এর মতো সৎ জনপ্রতিনিধির প্রয়োজন

জুলাই ১৭, ২০২২,১১:৪০ অপরাহ্ণ

 
Spread the love

দেশের প্রতিটা ইউনিয়নে মোঃরুহুল আমিন আকন্দ হিপলু এর মতো সৎ জনপ্রতিনিধির প্রয়োজন মোঃরুহুল আমিন আকন্দ হিপলু এর মধ্যে সৃজনশীলতা আছে।সে সবসময় ভালো কাজের চিন্তা করে।অনেকের সামর্থ্য আছে কিন্তু ভালো কিছু করার চিন্তা থাকে নাহ দেওপারা ইউনিয়ন চেয়ারম্যান মোঃরুহুল আমিন আকন্দ হিপলু চেয়ারম্যান হিসাবে তার ইউনিয়ন কে চেয়ারম্যান হওয়ার আগে থেকেই সাজাতে ব্যাস্ত

বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান
মোঃরুহুল আমিন আকন্দ হিপলু আধুনিক ইউনিয়ন গড়ার রুপকার ভালো মানুষের শত্রুু থাকবে তা সবাই জানে৷স্থানীয় কিছু কু চক্রী মহল রাজনৈতিক প্রতিহিংসার জন্য চেয়ারম্যান রুহুল আমিন আকন্দ হিপলু এর নামে মিথ্যা বানোয়াট অপব্যবহার ছরাচ্ছে দেওপারা ইউনিয়ন এর সাধারণ জনগণ এর তীব্র নিন্দা জানাচ্ছে তারা বলেন এর পরেও এগিয়ে চলতে হবে মোঃরুহুল আমিন আকন্দ হিপলু খুব জনপ্রিয় ব্যাক্তি স্থানীয় জনগণ বলেন চেয়ারম্যান মোঃরুহুল আমিন আকন্দ হিপলু অত্যন্ত ভালো মানুষ কারো কাছ থেকে কোনো কাজের জন্য টাকা পয়সা নেয়না এবং জন্ম নিবন্ধন থেকে সুরু করে সকল কাজ ফ্রী করে ছেন এবাবেই এগিয়ে চলতে হবে
সেভাবে প্রত্যেক ইউনিয়ন সাজানো গেলে প্রত্যক ইউনিয়ন অপরূপ সাজে সেজে উঠবে,,পরিছন্ন নগরী হিসাবে গড়ে উঠবে।বৃহত্তর পরিসরে এ চিন্তা ছড়িয়ে দিতে পারলে বাংলাদেশ হয়ে উঠবে সোনার বাংলা।এটি একটি অনন্যা কাজ হয়েছে।দেশের অন্য কোনো ইউনিয়নে এমনটি দেখা যায়নি মোঃরুহুল আমিন আকন্দ হিপলু
এর অক্লান্ত পরিশ্রমে প্রতিনিয়ত নতুন রুপে সজ্জিত হচ্ছে আপনার জন্য সবসময় দেওপারা ইউনিয়ন চেয়ারম্যান মোঃরুহুল আমিন আকন্দ হিপলু শুভ কামনা দাদা
এভাবেই এগিয়ে যাবেন আপনি
আজ জানাবাে আদর্শ রাজনৈতিক নেতার গল্প তিনি আর কেহ নয় সাধারন মানুষ এবং গরীব দুঃখী মেহনতী মানুষের পরম বন্ধু মোঃরুহুল আমিন আকন্দ হিপলু জনগনের জন্য নিজের সবটুকু ভালোবাসা ঢেলে দিয়ে তাদের মনের আশা পূরন করেন এবং দেওপারা ইউনিয়ন কে উন্নয়ন মূলক কর্মকাণ্ড করে রোল মডেল পরিনত করা সুরু করেছেন একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার ওপর যতটা না নির্ভর করে, তারচেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গীর ওপর নির্ভর করে। যারা সফল হয়, তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মত আচরণ করে। এই বিশ্বাসই একদিন সত্যিতে পরিনত হয়। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন, তবে আপনার ব্যবহারেও তা প্রকাশ পাবে। এবং আপনি নিজেই নিজের এই দৃষ্টিভঙ্গীর সুফল দেখে অবাক হয়ে যাবেন”
নেতৃত্বের সবচেয়ে বড় সাফল্য হলো মানুষের জীবন মানের উন্নয়ন ও তাদের সন্তুষ্টি অর্জন দেওপারা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রুহুল আমিন আকন্দ হিপলু মনীষী দের উক্তির ভাষায় আমাদের
বলেন
স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটাই, যেটা তোমায় (পূরণের অদম্য ইচ্ছা) ঘুমুতে দেয় না।’
“যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে তোমাকেই প্রথমে সূর্যের মত পুড়তে হবে” ।’
যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে দেওপারা ইউনিয়ন এর সাধারণ জনগণ চেয়ারম্যান
মোঃরুহুল আমিন আকন্দ হিপলু
এর জন্য মঙ্গলকামনা করছেন

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

 

Site Developed By: Md. Shohag Hossain