আজ শনিবার,২৪শে মার্চ, ২০২৩ ইং, ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২রা রমযান, ১৪৪৪ হিজরী
>> অনুষ্ঠিত মতবিনিময় সভা। bdnewstv24.com >> দোয়া মোনাজাত বাকেরগঞ্জে সাহান আরা আবদুল্লার রুহের মাগফিরাত কামনায়। bdnewstv24.com >> আরো ২৭৭ টি গৃহহীন এবং ভূমিহীন পরিবার বাকেরগঞ্জে জমিসহ আশ্রয়ণের ঘর পাচ্ছেন । bdnewstv24.com >> আলোচনা করা হবে, বারুণী স্নানের স্থায়ী জায়গা বরাদ্দে বন্দরের সাথে, আ জ ম নাছির। bdnewstv24.com >> বিশ্ব ভোক্তা অধিকার দিবস টাংগাইলে। bdnewstv24.com >> চোরাই ইজিবাইক উদ্ধার পুলিশের অভিযানে । bdnewstv24.com >> লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ। bdnewstv24.com >> চট্টগ্রামে তিন দিন ব্যাপী চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এম রেজাউল করিম চৌধুরী,এক্সপো উদ্বোধন করেন। bdnewstv24.com >> ৪ ( চার) লাখের মধ্যে পুর্ননির্ধারন করতে নোটিশ,হজ্জের খরচ । bdnewstv24.com >> টাঙ্গাইলে ক্ষুদ্র অর্থায়ন পরিচালনা এবং ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। bdnewstv24.com     

ধর্ষন bdnewstv24.com

ডিসেম্বর ২৩, ২০২১,৬:১৫ পূর্বাহ্ণ

 
Spread the love

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে ০১(এক) ভক্তকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভণ্ড পীরের বিরুদ্ধে। এই ঘটনায় ২২(বাইশ)এ ডিসেম্বর ২০২১ইং   সাগর আলী (৪৫) নামের পীরের এক সহযোগীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পুলিশ পাঠিয়েছে।

গ্রেফতার সাগর আলী গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ মিতালী ক্লাব উত্তরপাড়া এলাকার মৃত মেহের আলীর ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) অঞ্চল ৭-এর আমবাগ অফিসের নৈশপ্রহরী হিসেবে কর্মরত।

এই ঘটনায় মাসুদ মিয়া (৫০) নামের ওই ভণ্ড পীর পলাতক। তিনি টাঙ্গাইলের মির্জাপুর থানার সাফর্তা গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারী (৩৪) বাসাবাড়িতে কাজ করেন। তার দুই সন্তান রয়েছে। প্রায় চার বছর ধরে তার নন্দাই সাগর আলী ওই পীরের মুরিদ। তার সুবাদে তিনিও ভণ্ড পীর মাসুদের ভক্ত ছিলেন। মাসুদ মাঝেমধ্যেই সাগর আলীর বাসায় আসা-যাওয়া করতেন এবং বিভিন্ন নীতিকথা শোনাতেন।

রোববার (১৯ শে ডিসেম্বর) ২০২১ইং  সন্ধ্যা ৭(সাত) টার দিকে পীর আসছে বলে সাগর আলী ওই নারীকে তার বাসায় আসতে বলেন। নন্দাইয়ের কথামতো তিনি তার স্বামী ও দুই সন্তানকে বাসায় রেখে ওই বাসায় যান। এই সময় আগের মতোই ভণ্ড পীর মাসুদ হাদিসের বাণীসহ দিক-নির্দেশনামূলক কথাবার্তা শোনান। রাত ১১ (এগারো) টার দিকে নন্দাই তাকে একটি পান খেতে দেন।

পান খাওয়ার পরে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়েন ওই নারী। পরে সাগর মিতালী ক্লাব এলাকায় তার (ভুক্তভোগী নারী) নিজ বাড়িতে চৌকিতে নিয়ে শুইয়ে রাখেন নন্দাই। কিছুক্ষণ পর ভণ্ড পীর মাসুদ গিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। একপর্যায়ে তার স্বামী দেখে ফেলেন। স্বামীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এসময় কৌশলে মাসুদ মিয়া পালিয়ে যান।

সকল সংবাদ প্রচার করি ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

 

Site Developed By: Md. Shohag Hossain