আজ বুধবার,১লা মে, ২০২৪ ইং, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
>> গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড.bdnewstv24.com >> মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রতিষ্ঠা বার্ষিকী পালন”.bdnewstv24.com >> রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনার চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু.bdnewstv24.com >> চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন: প্রধানমন্ত্রীর শেখ হাসিনা. bdnewstv24.com >> গজারিয়ায় দুই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম এর পক্ষে গনসংযোগ এবং লিফলেট বিতরন। bdnewstv24.com >> বেলখাইন স্পোটিং ক্লাবের অলনাইট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন.bdnewstv24.com >> গজারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেন আমিরুল ইসলাম.bdnewstv24.com >> বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন. bdnewstv24.com >> বাকেরগঞ্জের বেদে পল্লীতে ইউএনও এর ঈদ উপহার প্রদান। bdnewstv24.com >> গজারিয়ায় চিপস খেয়ে গলায় আটকে শিশুর মৃত্যু. bdnewstv24.com     

খুলে দেওয়া হবে ১৯ শে আগষ্ট২০২১ইং মতলব উত্তরেরমোহনপুর পর্যটন । বিডিনিউজটিভি২৪.কম।

আগস্ট ১৪, ২০২১,৯:১৭ অপরাহ্ণ

 
Spread the love

প্রতিনিধি;- বিডিনিউজটিভি২৪.কম।

চাঁদপুর জেলার মধ্যে অন্যতম বিনোদন কেন্দ্র ‘মোহনপুর পর্যটন লিঃ’। এই পর্যটনে মনোমুগদ্ধকর পরিবেশে বিনোদনের জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা আসেন। এরমধ্যে রয়েছে রেস্টুরেন্ট, রিসোর্ট, মিঠা পানির বীচ ও শিশুদের জন্য থিমপার্ক। চলতি বছরের জানুয়ারীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে মেঘনা পাড়ে গড়ে ওঠা মোহনপুর পর্যটন লিঃ। অল্পদিনেই জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র হিসেবে রূপ পায় এটি।
মহামারী করোনা ভাইরাসের কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল মোহনপুর পর্যটন লিঃ। সর্বশেষ গত পহেলা  জুলাই থেকে লকডাউনের কারণে সরকারের বিধিনিষেধ মানতে আবারো এ পর্যটনটি বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। সম্প্রতি সরকারের ঘোষনা অনুযায়ী আগামী ১৯ আগস্ট খুলে দেওয়া হচ্ছে মোহনপুর পর্যটন লিঃ। শুক্রবার বিকালে পর্যটনে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে মোহনপুর পর্যটন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা কাজী মিজানুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।
কাজী মিজানুর রহমান বলেন, আগস্ট মাস শোকের মাস। আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঙালী বীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার নিহত পরিবারবর্গকে। ১৯৭৫ ইং এর ১৫ আগস্ট কালো রাতে রাজাকাররা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল স্বপরিবারে। কিন্তু বঙ্গবন্ধু বেঁচে থাকবে মানুষের হৃদয়ে। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার উন্নয়নের অংশ হিসেবে বাংলাদেশের পর্যটন খাতও বেশ আলোকিত। কিন্তু বিশ্বমারী করোনার থাবায় সারা বিশ্ব্ই আজ সব সেক্টরই দুর্বল হয়ে পড়েছে। আমাদের পর্যটন খাতকে সচল ও আরো উন্নত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই পর্যটন খুলে দেওয়ার ঘোষনা দিয়েছেন। তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
আওয়ামীলীগ নেতা কাজী মিজান আরও বলেন, আগামী ১৯ শে আগস্ট ২০২১ইং থেকে সরকারের ঘোষনা অনুযায়ী মোহনপুর পর্যটন খুলে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হবে। আপনারা দেশবাসী এখানে আসবেন, পরিবার পরিজন নিয়ে বিনোদন করবেন। পর্যটনের বিবরণ তুলে ধরে তিনি বলেন, এখানে রয়েছে মিঠা পানির বীচ যা পৃথিবীর কোথাও নেই। রয়েছে উন্নত মানের দ্যা শীপ ইন্ নামের রেস্টুরেন্ট। আরো রয়েছে উন্নতমানের কটেজ ও রিসোর্ট। শিশুদের জন্য রয়েছে থিম পার্ক। শিশুরা এখানে আসলেই আনন্দিত হয়। রয়েছে সৌন্দর্য্য বর্ধনের মনোরম বাগাম ও লাভ গেইট, রয়েছে উন্নতমানের কফি শপ এবং মার্কেট। সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো শক্তিশালী সিকিউরিটি গার্ড ব্যবস্থা। পুরো পর্যটন এলাকা জুড়ে রয়েছে হাই সিকিউরিটি ব্যবস্থা ও সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষক নিরাপত্তা। তিনি সবাইকে মোহনপুর পর্যটনে আসার জন্য স্বাগত জানান।
প্রেস ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আ’লীগ নেতা ফজলুল কাদের জীবন, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সদস্য কাজী হাবিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরীফ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান ।

সকল সংবাদ প্রচার করি ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

 

Site Developed By: Md. Shohag Hossain