আজ শনিবার,১৮ই মে, ২০২৪ ইং, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জিলক্বদ, ১৪৪৫ হিজরী
>> মা মানে হলো জীবন এর চলা এবং পৃথিবীর বুকে আলো দেখার মাধ্যম.bdnewstv24.com >> টাঙ্গাইলে লৌহজং নদীর দুই পাড়ে উন্নত জাতের ঘাসের বীজ রোপন.bdnewstv24.com >> হবিগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধুর নাড়ি-ভূড়ি বের হয়ে গেছে.bdnewstv24.com >> উপজেলা পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ইন্দুরকানীতে অস্বাস্থ্যকর পরিবেশে ইভিএম ভোট কেন্দ্র.bdnewstv24.com >> লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান কে শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী.bdnewstv24.com >> গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় খাদে প্রাইভেটকারে নিহত।bdnewstv24.com >> দুমকীতে খাল সংস্কার প্রকল্পে অনিয়মসহ শত শতগাছ উপড়ে ফেলার অভিযোগ।bdnewstv24.com >> আন্তর্জাতিক মে দিবস পালন করেন নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়.bdnewstv24.com >> গজারিয়ায় দুই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম এর পক্ষে গনসংযোগ এবং লিফলেট বিতরন। bdnewstv24.com >> বেলখাইন স্পোটিং ক্লাবের অলনাইট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন.bdnewstv24.com     

ভয়ংকার সন্ত্রাসী হামলায়, মেডিক্যালে যেতে যেতে মারা গেলন এক নিরীহ ব্যবসায়ী ,

ফেব্রুয়ারি ৮, ২০২১,২:৫৮ পূর্বাহ্ণ

 
Spread the love

ভয়ংকার সন্ত্রাসী হামলায়
মেডিক্যালে মারা গেলন এক নিরীহ ব্যবসায়ী ,

 

মোঃ মোস্তাফিজুর রহমান
ক্রাইম রিপোর্টার খুলনাঃ

 

বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ গ্রামের ব্যবসায়ী একরাম সেখ(৪৫) বেপরোয়া কোপে আহত অবশেষে মারা গেলেন। রবিবার দুপুরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তুচ্ছকারণে গত ৩১ জানুয়ারী শনিবার সন্ধ্যার পর দুর্বৃত্তরা তাকে বেপরোয়া কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। এরপর তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাপাতালে আনা হলে চিকিৎসক খুমেক হাসপাতালে রেফার্ড করেন। দুই ছেলে-মেয়ের পিতা একরাম সেখ বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ গ্রামের খালেক সেখের ছেলে।

নিহতের স্ত্রী নিপা বেগম জানান, দোকানের সামনে পানি ফেলানোকে কেন্দ্র করে বচসা হলে পরিকল্পিতভাবে গত ৩১ জানুয়ারী শনিবার রাত সাড়ে ৭ টার দিকে চিহ্নিত ইব্রাহীম ও সবুজ হাওলাদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী রাধাবল্লভ ব্রীজের কাছে একরাম সেখের ওপর হামলা চালায়। তারা তাকে উপর্যুপরি কোপায়। তার ডাক-চিৎকারে তখন ঠেকাতে গেলে মহসীন সেখকেও দা দিয়ে কুপিয়ে যখম করে। তিনি এখনও খুমেক হাসপাতালে চিকিৎসাধীন।

হামলার পরে আহত মহসীন শেখের পিতা বারেক শেখ বাদী হয়ে রাধাভল্লব এলাকার সিদ্দিক হাওলাদার, সিদ্দিকের ছেলে সবুজ হাওলদার, সজিব হাওলাদার, ইব্রাহিম হাওলাদার, কেবি বাজার এলাকার আবু হোসেনের ছেলে নাসির এবং গোব দিয়া এলাকার লতিফসহ ৬জনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে মামলা দায়ের করেন।

বারেক শেখ বলেন, খলিলের পরামর্শে সিদ্দিক ও তার ছেলেরা ইকরাম ও আমার ছেলের উপর হামলা করে। আমি এই হামলার বিচার চাই।

বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, যেহেতু আহত ব্যক্তি মারা গিয়েছে ওই মামলাটিই হত্যা মামলায় রুপান্তরিত হবে। রবিবার বিকেলে নিহতের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

 

Site Developed By: Md. Shohag Hossain