আজ শনিবার,৩রা মে, ২০২৪ ইং, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
>> দুমকীতে খাল সংস্কার প্রকল্পে অনিয়মসহ শত শতগাছ উপড়ে ফেলার অভিযোগ।bdnewstv24.com >> আন্তর্জাতিক মে দিবস পালন করেন নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়.bdnewstv24.com >> গজারিয়ায় দুই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম এর পক্ষে গনসংযোগ এবং লিফলেট বিতরন। bdnewstv24.com >> বেলখাইন স্পোটিং ক্লাবের অলনাইট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন.bdnewstv24.com >> গজারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেন আমিরুল ইসলাম.bdnewstv24.com >> বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন. bdnewstv24.com >> বাকেরগঞ্জের বেদে পল্লীতে ইউএনও এর ঈদ উপহার প্রদান। bdnewstv24.com >> গজারিয়ায় চিপস খেয়ে গলায় আটকে শিশুর মৃত্যু. bdnewstv24.com >> বগুড়ায় সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক জোট (বাসাজ) এর ঈদ সামগ্রী বিতরণ.bdnewstv24.com >> মতলব উত্তরে ছেংগারচর পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ। bdnewstv24.com     

বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নানের দাফন সম্পন্ন

জানুয়ারি ২১, ২০২০,১২:০৪ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:বগুড়া:

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মান্নানের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) আসর নামাজের শেষে সারিয়াকান্দি উপজেলা ডিগ্রি কলেজ মাঠে চতুর্থ জানাজা নামাজ শেষে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রয়াত ওই সংসদ সদস্যের মরদেহ ঢাকা থেকে প্রথমে সোনাতলা এবং পরে সারিয়াকান্দি উপজেলায় নেওয়া হয়। দুই উপজেলাতেই হাজার হাজার মানুষের ঢল নামে তাদের প্রিয় নেতার মরদেহ এক বার দেখার জন্য।

সোমবার ঢাকায় সংসদ ভবনে জানাজা নামাজ শেষে হেলিকপ্টারে করে আব্দুল মান্নানের মরদেহ নেওয়া আনা বগুড়া সোনাতলা উপজেলায়। সেখানে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে তার মরদেহে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাসহ নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত নেতার প্রতি গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, সাখাওয়াত হোসেন শফিক, ফয়েজ আহাম্মদসহ জেলা আওয়ামী লীগের নেতারা জানাজায় অংশ নেন।

ওই মাঠে জানাজা নামাজ শেষে মরদেহ নেওয়া হয় তার জন্মস্থান সারিয়াকান্দি উপজেলায়। সেখানে ডিগ্রি কলেজ মাঠে শেষ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে শনিবার (১৮ জানুয়ারি) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের এমপি আব্দুল মান্নান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক ও প্রচার সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগের ১৯৮৩-৮৫ সালে সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া নবম সংসদ থেকে শুরু করে টানা তিনবার তিনি আওয়ামী লীগ থেকে এই আসনের এমপি হিসেবে বিজয়ী হন।

আব্দুল মান্নানের ব্যক্তিগত সহকারী মতিউর রহমান মতি বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দিনগত রাত সোয়া ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে আব্দুল মান্নানকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে লাইফসাপোর্টে নেওয়া হলে শনিবার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রয়াত মান্নানের স্ত্রী সাহাদারা মান্নানও আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত। তিনি বর্তমানে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। আব্দুল মান্নানের বড় ছেলে সাখাওয়াত হোসেন সজল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পে কর্মরত।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

 

Site Developed By: Md. Shohag Hossain