আজ শনিবার,১৮ই মে, ২০২৪ ইং, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জিলক্বদ, ১৪৪৫ হিজরী
>> মা মানে হলো জীবন এর চলা এবং পৃথিবীর বুকে আলো দেখার মাধ্যম.bdnewstv24.com >> টাঙ্গাইলে লৌহজং নদীর দুই পাড়ে উন্নত জাতের ঘাসের বীজ রোপন.bdnewstv24.com >> হবিগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধুর নাড়ি-ভূড়ি বের হয়ে গেছে.bdnewstv24.com >> উপজেলা পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ইন্দুরকানীতে অস্বাস্থ্যকর পরিবেশে ইভিএম ভোট কেন্দ্র.bdnewstv24.com >> লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান কে শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী.bdnewstv24.com >> গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় খাদে প্রাইভেটকারে নিহত।bdnewstv24.com >> দুমকীতে খাল সংস্কার প্রকল্পে অনিয়মসহ শত শতগাছ উপড়ে ফেলার অভিযোগ।bdnewstv24.com >> আন্তর্জাতিক মে দিবস পালন করেন নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়.bdnewstv24.com >> গজারিয়ায় দুই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম এর পক্ষে গনসংযোগ এবং লিফলেট বিতরন। bdnewstv24.com >> বেলখাইন স্পোটিং ক্লাবের অলনাইট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন.bdnewstv24.com     

চট্টগ্রামে আজম নাছিরের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী রাসেল বাহিনীর বেপরোয়া চাঁদাবাজি

ডিসেম্বর ২১, ২০১৭,১০:২২ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোহাম্মদ সহিদুল ইসলাম: চট্টগ্রামঃ চট্টগ্রামে দিনদিন বেড়েই চলেছে চাঁদাবাজীর মত সন্ত্রাসী ঘটনা। প্রশাসনের নাকের ডগায় চলছে এসব চাঁদাবাজি, মৃত্যুর ভয়ে এ সন্ত্রাসীদের বিরুদ্ধে কেউ মুখ খুলতেও সাহস পাচ্ছেনা। চট্টগ্রামের খুলশী এলাকায় ঠিক এভাবেই প্রশাসনের নাকের ডকায় চাঁদাবাজী করছে সন্ত্রাসী রাসেল প্রকাশ বগা রাসেল ও তার দলবল। দীর্ঘদিন যাবত খুলশী এলাকায় তাদের বেপরোয়া চাঁদাবাজী চলছে। আর প্রশাসন নিছক দর্শকের মত যেন এই ঘটনা উপভোগ করছে। খুলশী এলাকার জনগন এব্যাপারে খুলশী থানায় হাজারো অভিযোগ করলেও মেলেনি এর কোন প্রতিকার এবং এই চাঁদাবাজ বগা রাসেলকে প্রশাসন বেশ কয়েকবার গ্রেফতার করলেও আইনের চোখ ফাঁকি দিয়ে জামিনে বেরিয়ে আসেন। সন্ত্রাসী বগা রাসেল খুলশী এলাকার প্রতিটি দোকান থেকে প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকা হারে চাঁদাবাজী করে আসছে। এই ব্যাপারে কেউ মুখ খুললে হয় তাকে প্রাণ দিতে হবে বা এলাকা ত্যাগ করতে হবে। সন্ত্রাসী বগা রাসেল ও তার দলবল নিজেদেরকে ছাত্রলীগ কর্মী ও নব নির্বাচিত মেয়র আজম নাছির ও ১৪ নং ওয়ার্ড কমিশনার কবির আহমেদ মাণিক এর সমর্থক দাবী করে চাঁদাবাজি করে আসছে। এই ব্যাপারে মেয়র আজম নাছিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন খুলশী এলাকায় রাসেল নামে আমাদের কোন দলীয়কর্মী নেই। একজন সন্ত্রাসী পুরো চট্টগ্রাম ব্যাপী আমার নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন যাবত চাঁদাবাজীসহ আরো নানা ধরনের অপকর্ম করে আসছে। আমি এই ব্যাপারে ইতিমধ্যে প্রশাসনকে অবহিত করেছি। খুব শীঘ্রই তারা ব্যবস্থা গ্রহন করবেন বলে আমাকে অবগত করেছেন। সন্ত্রাসী বগা রাসেলের সাথে চাঁদাবাজী কর্মকান্ডে জড়িত অন্যরা হলেন সোহাগ (২৪) পিতা- মৃত রফিক সওদাগর, রাজীব প্রকাশ খেতা রাজিব (৩০) পিতা- মোঃ হারুন, ফয়েজ (২৮)। এই সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রটি বিভিন্ন এলাকায় নিজেদেরকে ছাত্রলীগ কর্মী ও মেয়রের সমর্থক দাবী করে বেপরোয়া চাঁদাবাজী করে আসছে। এসকল চাঁদাবাজদের যন্ত্রণায় কোনঠাসা হয়ে পড়েছে চট্টগ্রাম নগরীর ব্যবসায়ীরা তারা খুব দ্রুত এই সমস্যার প্রতিকার কামনা করেছেন। চাঁদাবাজদের ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল জলিল মন্ডল সাংবাদিকদের বলেন চট্টগ্রামে চাঁদাবাজী বন্ধ করতে ইতিমধ্যে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহন করেছি। আমরা ইতিমধ্যে চট্টগ্রামের বেশ কিছু শীর্ষ চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করতে সক্ষম হয়েছি। বাকীদেরকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে এবং আমাদের গোয়েন্দা নজরদারী অব্যহত রয়েছে। যত শীঘ্রই সম্ভব এসকল দলীয় নামধারী চাঁদাবাজদের থেকে পরিত্রাণ পেতে চায় চট্টগ্রাম নগরীর ব্যবসায়ীরা। অন্যথায় এই ব্যবসা ছেড়ে তাদেরকে অন্য পেশার ধারস্থ হতে হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

 

Site Developed By: Md. Shohag Hossain