আজ মঙ্গলবার,১১ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৬ হিজরী
>> >> দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদত্যাগ করুন, উপদেষ্টাদের আযম খান . bdnewstv24.com >> যাত্রাবাড়ির দনিয়া কলেজের সামনে  কিশোর গ্যাংয়ের হাতে প্রকৌশলী খুন. bdnewstv24.com >> তেলাপোকার ওষুধের বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায়, করা মামলার বিচার শুরু . bdnewtv24.com >> ছাত্র প্রতিনিধিদের বাকবিতন্ডার ভিডিও ফেসবুকে,প্রতিবাদে সংবাদ সম্মেলন । bdnewstv24.com >> সিনিয়র সাংবাদিক জহিরকে রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা অনুষ্ঠান ।  bdnewstv24.com >> গৌরনদীতে ১৬ বছর পর উন্মুক্ত লটারীতে ঠিকাদার নির্ধারণ। bdnewstv24.com >> >> গুইমারা উপজেলা কমিটির কোয়াটার্লি, কো অর্ডিনেশন সভা অনুষ্ঠিত । bdnewstv24.com >> কমলনগরে কৃষক দলের, কৃষক সমাবেশ ।  bdnewstv24.com     

বাংলাদেশে পুনরায় চালু হচ্ছে পিস ইন্টারন্যাশনাল স্কুল.bdnewstv2. com

ডিসেম্বর ৯, ২০২৪,৬:৫৩ পূর্বাহ্ণ

 
Spread the love

বাংলাদেশের শিক্ষা অঙ্গনে এক
যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা
দিয়ে আবারও যাত্রা শুরু করতে যাচ্ছে
পিস ইন্টারন্যাশনাল স্কুল। দেশসেরা
আলেম এবং প্রাজ্ঞ শিক্ষাবিদ মুফতি
কাজী ইবরাহিম ফেসবুক লাইভে এই
ঘোষণা দেন। তিনি জানান, এই
স্কুলটি আন্তর্জাতিক মানের শিক্ষা
এবং ইসলামী শিক্ষার সেরা সমন্বয়ে
নতুন প্রজন্মকে গড়ে তোলার
প্রতিশ্রুতি নিয়ে পুনরায় কার্যক্রম শুরু
করছে।
মুফতি কাজী ইবরাহিম বলেন,
“শিক্ষার মাধ্যমে দুনিয়া এবং আখিরাত
উভয়ই সফল করার দর্শনে আমরা
বিশ্বাস করি। পিস ইন্টারন্যাশনাল
স্কুল এমন একটি প্রতিষ্ঠান হবে,
যেখানে শিক্ষার্থীরা কেবল
পেশাগত সাফল্য নয়, বরং নৈতিকতার
শিখরে আরোহন করতে পারবে।
ক্যামব্রিজ কারিকুলামের সঙ্গে
হিফজুল কুরআন প্রোগ্রাম এবং
সপ্তাহিক কমিউনিটি স্কুল চালুর
মাধ্যমে আমরা সমাজের সকল স্তরের
জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত করছি।”
তিনি আরও উল্লেখ করেন, “আমরা
একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে
রূপান্তরের লক্ষ্যে কাজ করছি।
আমাদের পরিকল্পনা শুধু একটি
প্রতিষ্ঠান চালানো নয়, বরং ভবিষ্যৎ
প্রজন্মের জন্য একটি শক্তিশালী
ভিত্তি তৈরি করা।”
নতুনভাবে যাত্রা শুরু করার
পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পাবে
আধুনিক প্রযুক্তি ও বৈশ্বিক মানের
শিক্ষাদান পদ্ধতি। বিদেশ থেকে
অভিজ্ঞ শিক্ষকদের নিয়োগ দেওয়া
হবে এবং শিক্ষার্থীদের জন্য
অত্যাধুনিক ক্যাম্পাস তৈরির
পরিকল্পনা রয়েছে।
পিস ইন্টারন্যাশনাল স্কুল এবং
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের
সম্পর্ক নিয়ে মুফতি কাজী ইবরাহিম
বলেন, “আমাদের কাছে দুই স্কুলই সমান
গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রতিষ্ঠানের
উদ্দেশ্য জাতীয় এবং আন্তর্জাতিক
পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন। আমরা
চাই, আমাদের শিক্ষার্থীরা এমন
কিছু অর্জন করুক, যা দেশ ও জাতিকে
গর্বিত করবে।”
পিস ইন্টারন্যাশনাল স্কুলের মূল
ধারণা ‘এডুকেশন ফর দুনিয়া এন্ড
আখিরাহ’। এই স্কুল শুধু শিক্ষার্থীদের
পাঠ্যসূচিতে সীমাবদ্ধ রাখবে না,
বরং তাদের নেতৃত্বগুণ, নৈতিক
মূল্যবোধ ও বাস্তবজীবনের জন্য
প্রস্তুত করবে।
উল্লেখ্য, পিস ইন্টারন্যাশনাল
স্কুলের পরিকল্পনার মধ্যে রয়েছে:
১। ক্যামব্রিজ কারিকুলামের সঙ্গে
হিফজুল কুরআনের সমন্বয়।
২। শিক্ষার্থীদের জন্য একাধিক
সহশিক্ষা কার্যক্রম।
৩। অভিভাবকদের জন্য বিশেষ
সচেতনতা এবং পারিবারিক শিক্ষার
কার্যক্রম।
৪। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের
জন্য বিশেষ শিক্ষাব্যবস্থা।
ফেসবুক লাইভে মুফতি কাজী
ইবরাহিম স্কুলটির পুনরায় চালুর জন্য
জনগণের ভালোবাসা এবং সমর্থনের
জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি
বলেন, “পিস ইন্টারন্যাশনাল স্কুল
একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
আমরা বিশ্বাস করি, এই প্রতিষ্ঠানটি
শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের জন্য
একটি আদর্শ হতে পারবে।”
পিস ইন্টারন্যাশনাল স্কুলের নতুন
যাত্রা দেশের শিক্ষার অঙ্গনে একটি
যুগান্তকারী পরিবর্তনের সূচনা করবে।
শিক্ষার মাধ্যমে দুনিয়া এবং
আখিরাতের সমন্বয়ে নতুন প্রজন্ম
গড়ার এই উদ্যোগ ইতিমধ্যেই
প্রশংসিত হয়েছে।
“শিক্ষার আলোয় আলোকিত হবে
আগামী প্রজন্ম। পিস ইন্টারন্যাশনাল
স্কুলের এই যাত্রা বাংলাদেশকে
একটি উন্নত এবং নৈতিক জাতি গঠনে
সাহায্য করবে।

 

 

সকল সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

 

Site Developed By: Md. Shohag Hossain