আজ মঙ্গলবার,১১ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৬ হিজরী
>> >> দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদত্যাগ করুন, উপদেষ্টাদের আযম খান . bdnewstv24.com >> যাত্রাবাড়ির দনিয়া কলেজের সামনে  কিশোর গ্যাংয়ের হাতে প্রকৌশলী খুন. bdnewstv24.com >> তেলাপোকার ওষুধের বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায়, করা মামলার বিচার শুরু . bdnewtv24.com >> ছাত্র প্রতিনিধিদের বাকবিতন্ডার ভিডিও ফেসবুকে,প্রতিবাদে সংবাদ সম্মেলন । bdnewstv24.com >> সিনিয়র সাংবাদিক জহিরকে রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা অনুষ্ঠান ।  bdnewstv24.com >> গৌরনদীতে ১৬ বছর পর উন্মুক্ত লটারীতে ঠিকাদার নির্ধারণ। bdnewstv24.com >> >> গুইমারা উপজেলা কমিটির কোয়াটার্লি, কো অর্ডিনেশন সভা অনুষ্ঠিত । bdnewstv24.com >> কমলনগরে কৃষক দলের, কৃষক সমাবেশ ।  bdnewstv24.com     

এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু রোববার, বেড়েছে ফি.bdnewstv2. com

ডিসেম্বর ২, ২০২৪,৬:৫৪ অপরাহ্ণ

 
Spread the love

 

এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু রোববার, বেড়েছে ফি
২০২৫ ইং সালের এসএসসি এবং সমমান পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে রোববার (১ ডিসেম্বর)। জরিমানা ছাড়া এই প্রক্রিয়া চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এবার প্রতি বিভাগে (বিজ্ঞান, বাণিজ্য ও মনবিক) পরীক্ষার্থীদের ফি গত বছরের (২০২৪ ইং সাল) তুলনায় ১০০ টাকা বেড়েছে।

গত ১৪ নভেম্বর ঢাকা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশারও এই তথ্য নিশ্চিত করেছেন।

অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডেও একই ফি নির্ধারণ করা হয়েছে। শিক্ষা বোর্ডগুলোর বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ১ ডিসেম্বর থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার সময় ১০ ডিসেম্বর। আর ১০০ টাকা বিলম্ব ফি বা জরিমানা দিয়ে শিক্ষার্থীরা ১১-১৪ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। জরিমানাসহ ফি জমা দেওয়া যাবে ১৪ ই নভেম্বর পর্যন্ত।

বিলম্ব ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর
সব বিভাগে বেড়েছে ফি বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য প্রতি বছরের মতো এবারও আলাদা ফি নির্ধারণ করা হয়েছে। এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি দিতে হবে ২ হাজার ২৪০ টাকা। গত বছর বিজ্ঞানের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি ছিল ২ হাজার ১৪০ টাকা। অর্থাৎ, ফরম পূরণ ফি ১০০ টাকা বেড়েছে। একইভাবে মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় এবার ফি ১০০ টাকা বাড়িয়ে ২ হাজার ১২০ টাকা করা হয়েছে। গত বছর অর্থাৎ, ২০২৪ ইংসালের এসএসসি পরীক্ষায় যা ছিল ২ হাজার ২০ টাকা।

বোর্ড জানিয়েছে, ফরম পূরণের এই ফি-এর মধ্যে ব্যবহারিক পরীক্ষা, কেন্দ্র ফিও অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বিলম্ব ফি নিতে পারবে সর্বোচ্চ ১০০ টাকা। তাছাড়া পরীক্ষা যখনই হোক না কেন, নবম এবং দশম শ্রেণি মিলিয়ে শিক্ষার্থীর কাছ থেকে ২৪ মাসের বেশি সময়ের বেতন এবং সেশন চার্জ নেওয়া যাবে না।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়  ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

 

Site Developed By: Md. Shohag Hossain