আজ বুধবার,২১শে জানুয়ারি, ২০২৫ ইং, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রজব, ১৪৪৬ হিজরী
>> মনপুরায় কৃতি শিক্ষার্থীদের মাঝে, মেধা বৃত্তি প্রদান ।  bdnewstv24.com >> জনাব মো: জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের দোয়া ও মাহফিল । bdnewstv24.com  >> সঠিকভাবে দায়িত্ব পালনকারীদের যথাযথ মূল্যায়ন করা হবে : -বাউবি উপাচার্য । bdnewstv24.com >> চাকুরিরত এবং অবসরপ্রাপ্তদের সুযোগ-সুবিধার পার্থক্য কমিয়ে আনার আশ্বাস সেনাপ্রধানের।  bdnewstv24.com >> ভবনে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যসেবা।bdnewstv2.com >> মেট্রো স্টেশনের নিচে ১২ বছরের শিশু ধর্ষণের শিকার।। bdnewstv24.com >> ডাকাতির সময় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ । bdnewtv24.com >> কুমিল্লায় সড়ক থেকে তুলে নিয়ে দুই নারীকে ধর্ষণ । bdnewstv24.com >> বুয়েটে দূষিত পানিতে অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষার্থীরা। bdnewstv24.com >> ঘরে ঢুকে হাত-পা বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ । bdnewstv24.com     

১৬ বছরে হওয়া গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন.Crime reporter,sarder md.salim reza,bdnewstv24.com

আগস্ট ২৮, ২০২৪,১:১৫ পূর্বাহ্ণ

 
Spread the love
১৬ বছরে হওয়া গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন
দেশে গত ১৬ বছর ধরে র‌্যাব, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে হওয়া গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে ৫ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিশনের অন্য সদস্যরা হলেন- বিচারপতি ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন।

‘কমিশন অব ইনকয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ অনুসারে কমিশন তদন্তকার্য সম্পন্ন করে আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

প্রজ্ঞাপনে বলা হয়, আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা তথা বাংলাদেশ পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), কোস্ট গার্ডসহ দেশের আইন প্রয়োগ এবং বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্যের মাধ্যমে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য এই তদন্ত কমিশন গঠন করা করল সরকার।

কমিশনের কার্যপরিধিতে বলা হয়, ২০১০ সালের ১ জানুয়ারি থেকে গত ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা তথা বাংলাদেশ পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), কোস্ট গার্ডসহ দেশের আইন প্রয়োগ এবং বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্যের মাধ্যমে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত করা ও কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণ করা।

এতে বলা হয়, জোরপূর্বক গুম হওয়ার ঘটনাগুলোরর বিবরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাখিল করা এবং এই বিষয়ে সুপারিশ করা, জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান পাওয়া গেলে তাদের আত্মীয়-স্বজনকে অবহিত করা, জোরপূর্বক গুম হওয়ার ঘটনা সম্পর্কে অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠান থেকে পরিচালিত তদন্তের তথ্য সংগ্রহ করা।

মন্ত্রিপরিষদ বিভাগ কমিশনকে সার্বিক সহায়তা দেবে এবং কমিশনের প্রয়োজনীয় ব্যয়নির্বাহ করবে ও কমিশনকে সহায়তার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যেকোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

এতে জানানো হয়, কমিশনের সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারক ও কমিশনের সদস্য হাইকোর্ট বিভাগের একজন বিচারকের মর্যাদা ও অন্যান্য সুবিধা পাবেন।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

 

Site Developed By: Md. Shohag Hossain