আজ শনিবার,২৪শে মার্চ, ২০২৩ ইং, ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২রা রমযান, ১৪৪৪ হিজরী
>> অনুষ্ঠিত মতবিনিময় সভা। bdnewstv24.com >> দোয়া মোনাজাত বাকেরগঞ্জে সাহান আরা আবদুল্লার রুহের মাগফিরাত কামনায়। bdnewstv24.com >> আরো ২৭৭ টি গৃহহীন এবং ভূমিহীন পরিবার বাকেরগঞ্জে জমিসহ আশ্রয়ণের ঘর পাচ্ছেন । bdnewstv24.com >> আলোচনা করা হবে, বারুণী স্নানের স্থায়ী জায়গা বরাদ্দে বন্দরের সাথে, আ জ ম নাছির। bdnewstv24.com >> বিশ্ব ভোক্তা অধিকার দিবস টাংগাইলে। bdnewstv24.com >> চোরাই ইজিবাইক উদ্ধার পুলিশের অভিযানে । bdnewstv24.com >> লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ। bdnewstv24.com >> চট্টগ্রামে তিন দিন ব্যাপী চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এম রেজাউল করিম চৌধুরী,এক্সপো উদ্বোধন করেন। bdnewstv24.com >> ৪ ( চার) লাখের মধ্যে পুর্ননির্ধারন করতে নোটিশ,হজ্জের খরচ । bdnewstv24.com >> টাঙ্গাইলে ক্ষুদ্র অর্থায়ন পরিচালনা এবং ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। bdnewstv24.com     

বর্ধিত সভা অনুষ্ঠিত,খুলনা দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের । bdnewstv24.com

মার্চ ৪, ২০২৩,১২:৪২ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter:-bdnewstv24.com

আজ ৩এ ফেব্রুয়ারি ২০২৩ ইং শুক্রবার খুলনার দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা বিকাল ০৪ ( চার) টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন এর সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। সভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন বিএনপি আগামী নির্বাচন বানচাল করার পায়তারা করছে তাই আমাদের উচিৎ হবে দলের ভেতর থাকা সকল লবিং গ্রুপিং বাদ দিয়ে ঐক্য বদ্ধ হয়ে তাদের অপরাজনীতি রূখতে হবে। দেশের অর্থনিতি দিন দিন আরও শক্তিশালী হচ্ছে, দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে ভোট দেয়ার বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এম মুজিবর রহমান, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, বি এম এ সালাম, এ্যাড. নিমাই চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মো: কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক খাালেদীন রশীদী সুকর্ন, প্রচার এবং  প্রকাশনা সম্পাদক জোবায়ের আহমেদ খান জবা, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শেখ মো: রকিবুল ইসলাম লাবু, যুব এবং ক্রীড়া সম্পাদক কাজী শামীম আহসান, শ্রম সম্পাদক মোজাফফর মোল্লা, ফয়সাল আলম, সায়েদুজ্জামান সম্রাট, ফারহানা হালিম, মোসাম্মৎ শামসুন্নাহার, শিউলি সরোয়ার, মো: আজগর বিশ্বাস তারা, মো: জামিল খান, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, এস এম গোলাম রহমান, মিলন কান্তি দে, কাজী মোশাররফ, কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল, মাস্টার মো: ইউনুস আলী, এম এ রেজা বাচা, মোল্লা ফিরোজ হোসেন, সাহেব আলী হুজুর, লোকমান হোসেন, স ম শফিকুল রিয়াজ জানু, সাখাওয়াত হোসেন, জালাল তালুকদার, নজরুল মোল্লা, আনিসুর রহমান খান, জাকির হোসেন, মো: মকবুল হোসেন, শেখ আনসার আলী, শেখ মঞ্জুর হোসেন, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, শেখ ইকতার হোসেন, সৈয়দ মিজানুর রহমান, শাহ আলম খান, গাজী আব্দুর রউফ, চৌধুরী ওয়াদুদ হোসেন, সালাম মোল্লা, কে এম আসাদুজ্জামান সহ আরো অনেকে।

সকল সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

 

Site Developed By: Md. Shohag Hossain