মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে প্রতি বছর বাংলা মাসের ৫( পাঁচ) ই মাঘ তারিখে আলমাছ আলী ফকিরের বাৎসরিক ওরস মাহফিল অনুষ্ঠিত হয়।
ওরস মাহফিল উপলক্ষে বৃহস্পতিবার ,মিলাদ মাহফিলের মধ্য দিয়ে তবারক বিতরণ করা হয়।
ওরস মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি
মোঃ শাহআলম সভাপতি ভবেরচর ইউনিয়ন আওয়ামীলীগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ আবুল হোসেন, সমাজ সেবক নজরুল মুন্সী, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন জুয়েল দেওয়ান,
জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এবং যুবলীগনেতা আজিজুল হক পার্থ,
রাজু আহমেদ বাবু সাধারণ সম্পাদক ২( দুই) নং ওর্য়াড আওয়ামীলীগ, এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সাবেক ইউ,পি সদস্য, রোকনুজ্জামান সিকদার,বাবুল দেওয়ান,
হাসান প্রধান, সজিব প্রধান,আমির হোসেন ভান্ডারী,সহ মাহফিলে সার্বিক পরিচালনায় ছিলেন মো. কাশেম,আলেক, হাসান,হোসেন,পারভেজ, জসীম, সোহাগ,রুবেল প্রমূখ উপস্থিতিতে
রাত নয় টা ত্রিশ মিনিট হতে গভীর রাতব্যাপী মনোমুগ্ধকর বাউল গান পরিবেশন করেন বাউল শিল্পী আজিজ দেওয়ান।
ওরস মাহফিলের মিডিয়া পার্টনার জাতীয় দৈনিক শব্দ মিছিল, জাতীয় দৈনিক মাতৃভূমির খবর, এবং স্থানীয় দৈনিক রজত রেখা পত্রিকা।
সকল সংবাদ সংগ্রহ করি।