খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বজলুর রশিদ জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে পশুর নদীর পশ্চিম পাড়ের সুন্দরবনের ঢাংমারী এলাকায় ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে লাল রংয়ের কাপড় পরিহিত এবং গলায় মোটা রশি বাধা রয়েছে।
বুধবার সকাল পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
দাকোপ থানা কাছাকাছি হওয়াতে লাশটি রাতে মোংলা থানায় রাখা হয়েছে। বুধবার সকালে লাশে ময়নাতদন্তের জন্য মোংলা থানা থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান মোংলা থানার সেকেন্ড অফিসার ঠাকুরদাশ মন্ডল।
সকল সংবাদ সংগ্রহ করা হয়।