হবিগঞ্জের মাধবপুরে চাঞ্চল্যকর ধর্ষণ এবং অপহরণ মামলার প্রধান আসামী মোঃ এমরান মিয়া খান (৩০) কে গ্রেফতার করেছে র্যাব মামলা দায়েরের মাত্র ২৪( চব্বিশ) ঘন্টার মধ্যেই র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাম্মনডুরা ইউনিয়নের স্কয়ার কোম্পানির ২( দুই) নং গেইট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এমরান মিয়া খান জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সাতপাড়িয়া গ্রামের মৃত নজু মিয়া খানের পুত্র এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, গত ১১ ই জানুয়ারি সন্ধ্যায় বাসাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের জনৈক কিশোরীকে অপহরণ করে একটি সিএনজি অটোরিক্সায় করে নিয়ে যায় মোঃ এমরান মিয়া খানসহ তার সহযোগীরা পরে শায়েস্তাগঞ্জে তার বন্ধুর বাসায় আটকে রেখে জোরপুর্বক ধর্ষণ করে এক পর্যায়ে এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত ১৩ই জানুয়ারি মোঃ এমরান মিয়া খানকে প্রধান আসামী করে ধর্ষণ এবং অপহরণের অভিযোগে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করে। এতে অজ্ঞাত রাখা হয় আরো বেশ কয়েকজনকে। নাহিদ হাসান জানান, মামলা দায়েরের পর থেকেই র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে একাধিক স্থানে অভিযান চালায় এক পর্যায়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি জানান এমরান মিয়া খান প্রায়ই ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিতো কিন্তু তাতে রাজি হয়নি সে। কারণ, ভিকটিম কিশোরী মোঃ এমরান মিয়া খানের স্ত্রীর আপন বড় বোনের মেয়ে। সম্পর্কে তার ভাগ্নি হয়। যে কারণে সে এমরান মিয়া খানকে এড়িয়ে চলতো গ্রেফতারের পর তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে এরপুর্বে শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
সকল সংবাদ সংগ্রহ করি।