এপ্রিল ১৫, ২০২২,৯:২৪ অপরাহ্ণ
(জামান মৃধা,নীলফামারী প্রতিনিধি):
নীলফামারীর ডিমলায় গৃহবধূ সন্ধ্যা (৪০) হত্যার অভিযোগে স্বামী মানিক ঋষিকে (৫০) গ্রেফতার করেছে ডিমলা থানার পুলিশ।
আজ (১৫ই এপ্রিল) শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ডিমলা থানা পুলিশের একটি দল লালমনিরহাটের হাতীবান্ধার গুড্ডিমারি বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত মানিককে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ছেলে শ্যামল ঋষি। নিহত সন্ধ্যা ঋষি (৪৫) উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের কাঁকড়া বাজার (ঋষিপাড়া) গ্রামের মানিক ঋষির (৫৫) স্ত্রী।
এজাহার সূত্রে জানা যায়,গত বুধবার পারিবারিক কলহের জেরে স্ত্রী সন্ধ্যাকে শ্বাসরোধে হত্যার পর ঘরের চৌকিতে ফেলে পালিয়ে যায় মানিক। পরে প্রতিবেশিদের সন্দেহ হলে ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে ।অভিযুক্তকে গ্রেফতার করে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।
Site Developed By: Md. Shohag Hossain