ফেব্রুয়ারি ৪, ২০২২,৫:৩৬ পূর্বাহ্ণ
বিএমএসএফ চট্টগ্রাম বন্দর কমিটি গঠন
চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ) বর্তমান চট্টগ্রাম জেলার বন্দর জোন কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতি বার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা ও জাতীয় কমিটির প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর টেলিকনফারেন্সে এ কমিটির সাথে মতবিনিময় করেন। বৈঠকে চট্টগ্রাম জেলা কমিটির আহবায়ক কেএম রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্বের কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন গঠন করা হয়। এতে এম এ আলিমকে আহবায়ক, মোঃ আবুল খায়েরকে সদস্য সচিব করা হয়। কমিটিতে ১ জন যুগ্ম আহ্বায়কসহ ৮ জন সদস্য নিয়ে সর্বমোট ১১ জন সদস্য বিশিষ্ট চট্টগ্রাম বন্দর জোন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক শেখ আহমেদ শাকিল। কমিটির সদস্যরা হলেন মোঃ শহিদুল ইসলাম ,কবির হোসেন,শাহীন আলম, ইব্রাহিম খলিল (স্বপন),মোঃ আফাদুল ইসলাম,মোঃস্বপন, রিয়াজ উদ্দীন, শাহারিয়া সুমন। সংগঠনের ১৪ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে সকলের প্রতি আহবান জানানো হয়।
Site Developed By: Md. Shohag Hossain