জানুয়ারি ১, ২০২২,১১:৪০ অপরাহ্ণ
চান্দগাঁও খাজা রোড খালাসি পুকুর পাড়ে
৭ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত
নানা রঙের লেজার লাইট, স্টেজজুড়ে লাল গালিচা, মঞ্চের সামনে যেন ‘তিল ঠাঁই আর নাহি রে’। ‘পাখির চোখে’ দেখলে বলবেন, এটি হয়তো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। আদতে এটি কেরাত সম্মেলনের মঞ্চ। যা এরইমধ্যে পুরো দেশবাসীর নজর কেড়েছে। মনোমুগ্ধকর এই মঞ্চটি চট্টগ্রাম নগরীর চান্দগাঁও খাজা রোড বলিরহাট খালাসি পুকুর পাড় ঐতিহাসিক হাজী নূর বেগম ফার্নিচার ময়দানের। সেখানে দেশ-বিদেশের খ্যাতিমান ক্বারীদের সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত আর উপস্থিত হাজার-হাজার মুসল্লির আল্লাহু আকবর ধ্বনিতে শেষ হয়েছে ৭ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন।
হাজী হামিদুল্লাহ জামে মসজিদ কমিটি ও মুসল্লী পরিষদের আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থার তত্ত্বাবধানে আজ ৩১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৯ টা থেকে রাত ১২ টা পর্যন্ত মাওলানা হাফেজ তৈয়বের সভাপতিত্বে ও মাওলানা আনোয়ার হোসাইন রাব্বানীর পরিচালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই খালাসি পুকুর পাড় ঐতিহাসিক হাজী নূর বেগম ফার্নিচার ময়দানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের উপস্থিতি কানায় কানায় ভরে উঠে নূর বেগম ফার্নিচার ময়দান ও এর আশপাশ। এদিন কেরাত সম্মেলন উপলক্ষ্যে বলিরহাটে উৎসবের আমেজ বিরাজ করে। সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে এ সম্মেলন।
মিশরের আন্তর্জাতিক ক্বারী ছামির আনতার মুসাল্লাম, তানজানিয়ার আন্তর্জাতিক ক্বারী ঈদী শাবান মিশরের আন্তর্জাতিক ক্বারী সালাহ মোহাম্মদ সোলাইমানসহ বিভিন্ন দেশের শীর্ষ ক্বারীরা সম্মেলনে কেরাত পাঠ করেন। তাদের সুমধুর কণ্ঠের তেলাওয়াতে অভিভূত হয়ে পড়ে শ্রোতারা।
বক্তব্য রাখেন মাওলানা মীর মোহাম্মদ ইউছুফ ছানুবী, মাওলানা নোমান সালেহ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা ইহছান, মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা মুছা।
দেশীয় ক্বারীদের মধ্যে কোরআন তেলোয়াত করেন ক্বারী আবদুর রশিদ, ক্বারী আতাউল্লাহ, ক্বারী ফজলুল করিম, ক্বারী সিবাতুল মুস্তাকিম, ক্বারী মুবিন, ক্বারী শোয়াইব।
দোয়া ও মুনাজাতা পরিচালনা করেন মাওলানা লোকমান হাকিম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী হামিদুল্লাহ জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মুন্সি মিয়া, সেক্রেটারী লুৎফর রহমান লিটন, সাংবাদিক কামরুল হুদা, সমাজসেবক আবুল হাসেম, মো: ইয়াছিনসহ দেশ বরেণ্য ওলাম মাশায়েখরা।সংবাদ প্রেরকমা ওলানা আনোয়ার হোসাইন রাব্বানীছবির ক্যাপশন: চান্দগাঁও খাজা রোড খালাসি পুকুর পাড়ে ৭ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন শেষে মুসলিম উম্মার জন্য মুনাজাত করছেন মুসল্লীরা।
Site Developed By: Md. Shohag Hossain