নভেম্বর ৭, ২০২১,২:৩২ অপরাহ্ণ
Reporter:-bdnewstv24.com
পটুয়াখালী দুমকীতে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হইয়াছে। সমবায় বিভাগ ও দুমকি উপজেলা পরিষদের উদ্যোগে শনিবার সকাল ১০ (দশ) টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা অডিটরিয়ামে সকাল সাড়ে ১০ (দশ) টায় দুমকি উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সমবায়ীদের নিয়ে “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) হোসনেয়ারা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম, দুমকি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহাবুবুল আলম। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সমবায়ী সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মুসফিকা আক্তার তুলি, বক্তব্য রাখেন, উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা সুশান্ত কুমার দাস, সমবায়ীদের মধ্যে পায়রা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হুসাইন আহমদ কবির, রাজাখালী আন- নাঈম বহুমুখী সমবায় সমিতির সভাপতি শরীফ আঃ আজিজ সৈয়দ মুহাম্মদ ইখতিয়ার উদ্দিন ।
সকল সংবাদ প্রচার করি ।
Site Developed By: Md. Shohag Hossain