আজ বুধবার,১লা মে, ২০২৪ ইং, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
>> গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড.bdnewstv24.com >> মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রতিষ্ঠা বার্ষিকী পালন”.bdnewstv24.com >> রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনার চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু.bdnewstv24.com >> চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন: প্রধানমন্ত্রীর শেখ হাসিনা. bdnewstv24.com >> গজারিয়ায় দুই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম এর পক্ষে গনসংযোগ এবং লিফলেট বিতরন। bdnewstv24.com >> বেলখাইন স্পোটিং ক্লাবের অলনাইট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন.bdnewstv24.com >> গজারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেন আমিরুল ইসলাম.bdnewstv24.com >> বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন. bdnewstv24.com >> বাকেরগঞ্জের বেদে পল্লীতে ইউএনও এর ঈদ উপহার প্রদান। bdnewstv24.com >> গজারিয়ায় চিপস খেয়ে গলায় আটকে শিশুর মৃত্যু. bdnewstv24.com     

কোরবানির পশু বেচাকানায় ঢাকায় বসবে ২৪টি হাট

জুলাই ১৭, ২০১৯,৯:১১ অপরাহ্ণ

 
Spread the love
 মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল),বিডিনিউজটিভি২৪ডটকম :  কোরবানির পশু বেচাকেনার জন্য মিরপুরের গাবতলী স্থায়ী গবাদি পশুরহাটসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) এবার মোট ১০টি স্থানে হাট বসবে। একটি বেড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) কোরবানির পশুরহাট বসবে মোট ১৪টি স্থানে। সব মিলে রাজধানীতে মোট ২৪টি হাটে এবার কোরবানির পশু বেচাকেনা হবে। ঈদুল আজহার দিন ও তার আগের তিনদিনসহ মোট চারদিন অস্থায়ী কোরবানির পশুরহাট ইজারা দিয়েছে ডিএনসিসি-ডিএসসিসি। এবার হাটগুলোতে সরকারি মূল্য ও শিডিউল মূল্যসহ পরিচ্ছন্ন ফি নির্ধারণ করা হয়েছে। গত মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রাণিসম্পদ অধিদফতরে ‘আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০১৯ উদযাপন উপলক্ষে কোরবানির পশুরহাটে সুস্থ-সবল গবাদিপশু সরবরাহ ও বিক্রয় নিশ্চিতকল্পে মতবিনিময় সভা’ আয়োজন করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর সভাপতিত্বে মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. হিরেশ রঞ্জন ভৌমিক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ডিজি নাথুরাম সরকার, স্বরাষ্ট্র, জননিরাপত্তা বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। সবার মতামতের ভিত্তিতে কোরবানির পশুরহাটের সিদ্ধান্ত হয়েছে। প্রাণিসম্পদ অধিদফতরের সহকারী পরিচালক (খামার) ড. এবিএম খালেদুজ্জামান বলেন, ডিএসসিসি-ডিএনসিসির আওতায় ২৩টি অস্থায়ী ও একটি স্থায়ী পশুরহাট বসবে। সবার মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুরহাটে পশুর প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ২৫টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সারাদেশে মোট ২ হাজার ৩৬২টি পশুর হাট বসবে।
ডিএসসিসি এলাকার হাট: এবার দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি স্থানে অস্থায়ী কোরবানির পশুরহাট বসবে। গত কোরবানির ঈদের ১৩টি স্থানে হাট বসেছিল, এবার নতুন করে আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গায় এবার হাট বসবে। এছাড়া ডিএসসিসির উত্তর শাহজাহানপুরের খিলগাঁও রেলগেট-মৈত্রী সংঘ মাঠ, ঝিগাতলা হাজারীবাগ মাঠ, লালবাগ রহমত খেলার মাঠ, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যান বাড়ি মোড়, পোস্তগোলা শ্মশানঘাট, শ্যামপুর বালুর মাঠ, মেরাদিয়া বাজার, ৩২ নম্বর ওয়ার্ডের সামসাবাদ মাঠ, কমলাপুর স্টেডিয়াম-সংলগ্ন আশপাশের খালি জায়গা, শনির আখড়া-দনিয়া কলেজ মাঠ, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, ৪১ নম্বর ওয়ার্ডের কাউয়ার টেক মাঠ ও আফতাব নগর ইস্টার্ন হাউজিং মেরাদিয়া বাজার।
ডিএনসিসি এলাকার হাট: অন্যদিকে ডিএনসিসি এলাকার মধ্যে উত্তরা ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর সেতুর পশ্চিমে গোলচত্বর পর্যন্ত সড়কের উভয়পাশের ফাঁকা জায়গা, খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, খিলক্ষেত ৩০০ ফুট সড়ক সংলগ্ন উত্তর পাশে, ভাটারা (সাইদ নগর), ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ, মোহাম্মদপুর বুদ্ধিজীবী সড়কসংলগ্ন (বছিলা) পুলিশ লাইনসের খালি জায়গা, মিরপুর সেকশন-৬ (ইস্টার্ন হাউজিং) খালি জায়গা, মিরপুর ডিওএইচএসের উত্তর পাশে সেতু প্রোপার্টি, উত্তরখান মৈনারটেক শহিদ নগর হাউজিংয়ের খালি জায়গায় অস্থায়ীভাবে পশুরহাট বসবে। প্রাণিসম্পদ অধিদফতর সূত্র জানায়, সারাদেশে মোট ২ হাজার ৩৬২টি কোরবানির পশুরহাটে দায়িত্ব পালনের জন্য ১ হাজার ১৯৩টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রম মনিটারিংয়ের জন্য কেন্দ্রীয় মনিটারিং টিম ও বিশেষজ্ঞ টিম থাকবে। কোরবানির হাট ব্যবস্থাপনার জন্য চারটি মনিটরিং টিম ও কন্ট্রোলরুমের দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা নিয়োগ করা হয়। পশুরহাটে প্রাণি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রয়োজনীয় কর্মকর্তা ও কর্মচারী সমন্বয়ে রিজার্ভ টিম গঠন করা হয়েছে। কোরবানির পশুর হাটগুলোতে সুষ্ঠু ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, ভেটেরিনারি মেডিকেল টিমের জন্য প্রয়োজনীয় ক্যাম্প গঠন করা হবে বলেও জানা যায়। এখন শুধু অপেক্ষা।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

 

Site Developed By: Md. Shohag Hossain