মে ২২, ২০১৭,১১:৩১ অপরাহ্ণ
ক্রীড়া প্রতিবেদক : আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থাকায় এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মাত্র তিন-চারটি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন জাতীয় দলের খেলোয়াড়রা। এবারের আসরে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও টেস্ট ফরম্যাটে টাইগার দলপতি মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছিল লেজেন্ডস অব রূপগঞ্জ।
আয়ারল্যান্ড সফরে যাওয়ার আগে উভয়ই দলটির হয়ে চারটি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। ওই চারটি ম্যাচে রূপগঞ্জকে নেতৃত্ব দিয়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমের নেতৃত্বে চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছিল রূপগঞ্জ।
কিন্তু মাশরাফি-মুশফিক চলে যাওয়ার পর দলটি সেই সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারেনি। উঠতে পারেনি সুপার লিগ পর্বে। প্রথম পর্বে ১১টি ম্যাচ খেলে ছয়টিতে জয় পেয়েছে তারা।
সুপার লিগে খেলবে ছয়টি দল। কিন্তু ১২ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে আছে লেজেন্ডস অব রূপগঞ্জ। তাদের সমান ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে থেকে সুপার লিগে খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নেট রান রেটের ব্যবধানের ভিত্তিতে বাদ পড়েছে রূপগঞ্জ।
Site Developed By: Md. Shohag Hossain