রিকশাচালককে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়েছিলেন, তাঁকে যেতে বলেছিলেন ঢাকায়। এই সুযোগে ওই রিকশাচালকের বাড়িতে যান আদম পাচারকারী ও অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর স্ত্রীকে ধর্ষণ করেন। বগুড়ার ধুনট উপজেলার এই ঘটনায় ওই আদম পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম দুলাল হোসেন (৪৬)। গত সোমবার রাতে উপজেলার চিকাশি ইউনিয়নের একটি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।