আজ শুক্রবার,৫ই ডিসেম্বর, ২০২৪ ইং, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
>> অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষন। bdnewstv24.com >> মনপুরায় কৃষি প্রনোদনার সার এবং বীজ বিতরন উদ্বোধন।bdnewstv24.com >> পিস ইন্টারন্যাশনাল স্কুল । bdnewstv24.com >> চিড়ার মোয়া দেওয়ার লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত গৌতম দেবনাথকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামি এলাহাবাদ ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। পেশায় একজন কাঠমিস্ত্রি। স্থানীয়রা জানান, গত শুক্রবার সকাল ১০টার দিকে ৭ বছর বয়সী শিশুটি খেলাধুলা করার জন্য প্রতিবেশীর বাড়িতে যাওয়ার পথে তাকে একা পেয়ে গৌতম দেবনাথ চিড়ার মোয়া দেওয়ার লোভ দেখিয়ে ঘরে ডাকে। শিশুটি ঘরে যেতে না চাইলে গৌতম তাকে কোলে করে ঘরে নিয়ে ধর্ষণ করে। সে বাড়ি ফিরে তার মায়ের কাছে সবকিছু খুলে বলে। তার বাবা-মা তাকে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শিশুটি সেখানে ওসিসি বিভাগে চিকিৎসাধীন। শিশুটির মা বলেন, ‘আমার মেয়ে পাশের বাড়িতে খেলতে গেলে কাঠমিস্ত্রি গৌতম তাকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করে। এই সময় তার স্ত্রী-সন্তানরা কেউ বাড়িতে ছিল না। ওই পাষণ্ড আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছে। আমি তার কঠোর শাস্তি চাই।’ দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ জানান, শিশুটির বাবা থানায় অভিযোগ করলে শুক্রবার রাতেই আসামি গৌতম দেবনাথকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছে আসামি। শিশুটির ডাক্তারি পরীক্ষা চলছে।.bdnewstv24.com >> এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু রোববার, বেড়েছে ফি.bdnewstv2. com >> ইতালিতে আটকে গেলো ৩ হাজারের বেশি আবেদন.bdnewstv2. com >> বিচারপতি নিয়োগে যা আছে কাউন্সিল গঠনের প্রস্তাবে.bdnewstv24.com >> সমন পেয়ে আদালতে হাজির বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি.bdnewstv24.com >> সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ আজ.bdnewstv24.com >> ষড়যন্ত্র নিয়ে। bdnewstv24.com     

ডুসাকের সভাপতি হৃদয়, সম্পাদক মাহফুজ.bdnewstv24.com

নভেম্বর ১০, ২০২৪,১২:৫৮ পূর্বাহ্ণ

 
Spread the love
ডুসাকের সভাপতি হৃদয়, সম্পাদক মাহফুজ
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার (ডুসাক) কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন-২০২৪ ইং অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ইতিহাস বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোস্তফা ইকবাল হৃদয় ও সাধারণ সম্পাদক পদে সমাজকল্যাণ ও গবেষণা বিভাগের ২০১৯-২০ সেশনের মো.মাহফুজ আহমেদ জয়ী হয়েছেন।

হৃদয়ের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার নুরনগর গ্রামে। মাহফুজের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নওদা দূর্গাপুর গ্রামে।

শুক্রবার (৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মুনীর চৌধুরী অডিটোরিয়ামে ডুসাক কার্যনির্বাহী কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

নির্বাচনে সভাপতি পদে মোস্তফা ইকাবল হৃদয় পেয়েছেন ১৫১ ভোট৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো.ওয়াসির আল মাসতুর পেয়েছেন ৭৯ ভোট। আর সাধারণ সম্পাদক পদে মো.মাহফুজ আহমেদ পেয়েছেন ১৩৬ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সালিম সাদমান সাদাত পেয়েছেন ৯২ ভোট।

নবনির্বাচিত সভাপতি মোস্তফা ইকবাল হৃদয় বলেন, আমার ওপর আস্থা এবং বিশ্বাস রাখায় ডুসাকের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি এর আগে সর্বশেষ ডুসাকের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। সংগঠনের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির ব্যবস্থাসহ নানা উদ্যোগ নিয়েছি। এবার সদস্যরা পুনরায় ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করায় আমার দায়িত্ব আরও বেড়ে গেলো। আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে ডুসাককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেরা সংগঠন হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ বলেন, সুন্দর এবং স্বচ্ছ নির্বাচনের জন্য আমি প্রথমেই ডুসাক সংশ্লিষ্ট সবাইকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। এই সাফল্য আমাদের সবার ঐক্য, পরিশ্রম, ভ্রাতৃত্ব ও শিক্ষার্থীদের প্রতি প্রতিশ্রুতির ফল। আমি ধন্যবাদ জানাই সব সমর্থক এবং ভোটারদের, যারা আমার উপর আস্থা রেখেছেন। এই বিজয় আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে ও আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সামনের দিনে আমি সবাইকে নিয়ে ডুসাকের জন্য কাজ করে যেতে চাই।

ডুসাক কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৪ইং এ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. মহসিন কবির। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোহাম্মদ রুহুল কুদ্দুস, মো. আব্দুর রহমান জোয়ার্দার, জাহাঙ্গীর হোসেন তাজ, মিথুন কুমার সাহা ও এস. কে. তরিকুল ইসলাম। এছাড়া নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তানমুন ইসলাম।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়  ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

 

Site Developed By: Md. Shohag Hossain