আজ শুক্রবার,৫ই ডিসেম্বর, ২০২৪ ইং, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
>> অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষন। bdnewstv24.com >> মনপুরায় কৃষি প্রনোদনার সার এবং বীজ বিতরন উদ্বোধন।bdnewstv24.com >> পিস ইন্টারন্যাশনাল স্কুল । bdnewstv24.com >> চিড়ার মোয়া দেওয়ার লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত গৌতম দেবনাথকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামি এলাহাবাদ ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। পেশায় একজন কাঠমিস্ত্রি। স্থানীয়রা জানান, গত শুক্রবার সকাল ১০টার দিকে ৭ বছর বয়সী শিশুটি খেলাধুলা করার জন্য প্রতিবেশীর বাড়িতে যাওয়ার পথে তাকে একা পেয়ে গৌতম দেবনাথ চিড়ার মোয়া দেওয়ার লোভ দেখিয়ে ঘরে ডাকে। শিশুটি ঘরে যেতে না চাইলে গৌতম তাকে কোলে করে ঘরে নিয়ে ধর্ষণ করে। সে বাড়ি ফিরে তার মায়ের কাছে সবকিছু খুলে বলে। তার বাবা-মা তাকে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শিশুটি সেখানে ওসিসি বিভাগে চিকিৎসাধীন। শিশুটির মা বলেন, ‘আমার মেয়ে পাশের বাড়িতে খেলতে গেলে কাঠমিস্ত্রি গৌতম তাকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করে। এই সময় তার স্ত্রী-সন্তানরা কেউ বাড়িতে ছিল না। ওই পাষণ্ড আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছে। আমি তার কঠোর শাস্তি চাই।’ দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ জানান, শিশুটির বাবা থানায় অভিযোগ করলে শুক্রবার রাতেই আসামি গৌতম দেবনাথকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছে আসামি। শিশুটির ডাক্তারি পরীক্ষা চলছে।.bdnewstv24.com >> এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু রোববার, বেড়েছে ফি.bdnewstv2. com >> ইতালিতে আটকে গেলো ৩ হাজারের বেশি আবেদন.bdnewstv2. com >> বিচারপতি নিয়োগে যা আছে কাউন্সিল গঠনের প্রস্তাবে.bdnewstv24.com >> সমন পেয়ে আদালতে হাজির বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি.bdnewstv24.com >> সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ আজ.bdnewstv24.com >> ষড়যন্ত্র নিয়ে। bdnewstv24.com     

৩৫ বছর পর এবার প্রকাশ্যে জাবি শিবির সভাপতি-সেক্রেটারি.bdnewstv24.com

অক্টোবর ৩১, ২০২৪,১০:২১ পূর্বাহ্ণ

 
Spread the love
৩৫ বছর পর এবার প্রকাশ্যে জাবি শিবির সভাপতি-সেক্রেটারি
দীর্ঘ ৩৫ বছর পর প্রকাশ্যে আসলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ইসলামী ছাত্রশিবির। জাবি শাখা শিবিরের সভাপতি হিসেবে হারুনুর রশিদ রাফি ও সেক্রেটারি হিসেবে মুহিবুর রহমান মুহিবের নাম জানানো হয়েছে।

মঙ্গলবার (২৯ শে অক্টোবর) সংগঠনটির প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকির সই করা এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। এতে জাকসু সচলসহ ক্যাম্পাসে অংশগ্রহণমূলক রাজনীতির দাবি জানায় সংগঠনটি।

হারুনুর রশিদ রাফি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৬তম ব্যাচের (২০১৬-১৭ সেশন) শিক্ষার্থী। এছাড়া মুহিবুর রহমান মুহিব বাংলা বিভাগের ৪৭তম ব্যাচের (২০১৭-১৮ সেশন) শিক্ষার্থী।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ৫এ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক সংস্কৃতিতে সুস্থ ধারার রাজনীতিকে এগিয়ে নিতে ছাত্রশিবির সবসময় প্রস্তুত। আবাসিক হলগুলোতে কোনো ধরনের দখলদারত্ব, চাঁদাবাজি, মাদকের বিস্তার রোধে ছাত্রশিবির অঙ্গীকারবদ্ধ। বিশ্ববিদ্যালয় অঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ আনা, গবেষণামুখী শিক্ষাব্যবস্থার বাস্তবায়ন, সুস্থ ধারার সংস্কৃতির বিকাশ এবং নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে ছাত্রশিবির কাজ করে যাবে। ছাত্রশিবির চায় ছাত্র সংসদকেন্দ্রিক সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরে আসুক।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি এবং গোষ্ঠী ছাত্রশিবিরকে আদর্শিক মোকাবেলা করতে ব্যর্থ হয়ে নিষিদ্ধের একটি বয়ান তৈরি করে এসেছে। আদতে এই বয়ানের কোনো সত্যতা নেই। ১৯৮৯ সালের ১৫ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৪২তম সভায় শিবির নিষিদ্ধের প্রস্তাবনা আসলেও এমন কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। বরং সভার সিদ্ধান্ত ছিল ‘বিশ্ববিদ্যালয়ের আওতাবহির্ভূত বিধায় এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ সম্ভব নয়’। কোনো মিথ্যা প্রোপাগান্ডা ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে না। ক্যাম্পাসে ছাত্রশিবিরকে নিষিদ্ধ করা ও ট্যাগিং রাজনীতি মূলত ফ্যাসিবাদ কায়েমের সহায়ক শক্তি হিসেবেই কাজ করেছে।

নেতৃবৃন্দ বলেন, গত ১৫ বছরে ধরে আওয়ামী দুঃশাসনের কারণে রাজনীতির ধরণ পাল্টে গেছে। আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের রাজনীতি চাই। চব্বিশের শহীদদের আশা-আকাঙ্ক্ষার আলোকে চলমান রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে রাজনৈতিক সংস্কার হোক। ছাত্ররাজনীতির এই যৌক্তিক সংস্কারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে শুধু সভাপতি, সম্পাদক ও প্রচার সম্পাদকের নামই এসেছে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়  ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

 

Site Developed By: Md. Shohag Hossain