মার্চ ২৪, ২০২১,৪:০৭ পূর্বাহ্ণ
চট্টগ্রাম সিএমপির উপ-কমিশনার পদে রদবদ করার আদেশ,
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার পদে রদবদল হয়েছে
চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর মঙ্গলবার এ আদেশ দেন বলে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ।
মার্চ মাসের শুরুতে আট উপ-কমিশনারের কর্মস্থল বদলির পর এবার আরও তিন জনের কর্মস্থল বদল হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার বিজয় বসাককে দক্ষিণ জোনের দায়িত্ব দেয়া হয়েছে। আর দক্ষিণ জোনের এসএম মেহেদী হাসানকে বন্দর জোনের দায়িত্ব দেওয়া হয়েছে। বন্দর জোনের উপ-কমিশনার মিলন মাহমুদ চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি হওয়ায় এ পদটি খালি ছিল।
এদিকে ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার মোখলেছুর রহমানকে নগর পুলিশের উত্তর জোনের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া ছয় অতিরিক্ত উপ-কমিশনারের মধ্যে দক্ষিন জোনের পলাশ কন্তি নাথকে পশ্চিম জোনে, আর পশ্চিম জোনের এএএম হুমায়ুন কবিরকে গোয়েন্দা পুলিশের বন্দর জোনে বদলি করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের বন্দর জোনের আবু বকর সিদ্দিককে নগর পুলিশের উত্তর জোনে পদায়ন করে উত্তর জোনের দায়িত্বে থাকা নাদিয়া নূরকে ওয়েলফেয়ার ও ফোর্স শাখার দায়িত্ব দেয়া হয়েছে।
ওয়েলফোর ও ফোর্সের গাজী রবিউল ইসলামকে সরবরাহ শাখায় এবং সরবরাহ শাখার আমিনুল ইসলামকে দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনারের দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে গত ১ মার্চ আট উপ-কমিশনার পদে রদবদল করা হয়েছিল সিএমপি’তে।
Site Developed By: Md. Shohag Hossain