জানুয়ারি ১২, ২০২১,৫:৪০ পূর্বাহ্ণ
চট্টগ্রামে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার
নোয়াখালী জেলার চাটখিলের সাহাপুর বাজারের বিকাশ এজেন্ট মোহাম্মদ সফিকুল ইসলামের দি স্মার্ট টেলিকমের বিকাশ নাম্বার হ্যাক করে ৩ লাখ ৪৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
এ ব্যাপারে চাটখিল থানায় অভিযোগ হলে পুলিশ অভিযান চালিয়ে গত বুধবার রাতে চট্টগ্রাম মহানগর থেকে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো চট্টগ্রামের চাঁদগাঁও থানার খোকন, ইকবাল এবং ভোলা জেলার জামাল। গতকাল সোমবার পুলিশ তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করেছে।
থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে দুই জন আদালতে স্বীকারোক্তি দিয়েছে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী অন্য প্রতারকদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
Site Developed By: Md. Shohag Hossain