জুলাই ২৩, ২০২০,৪:১৯ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ শহিদুল ইসলাম :
চট্টগ্রাম : চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা খলিলুর রহমানের (৯৫) মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি বার্ধক্যজনিত ও কিডনি সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খলিলুর রহমান উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
রাঙ্গুনিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ‘খলিলুর রহমান করোনা আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তবে তিনি কিছুদিন ধরে কিডনিজনিত সমস্যায়ও ভুগছিলেন।
Site Developed By: Md. Shohag Hossain