জানুয়ারি ১৪, ২০২০,১:৩২ অপরাহ্ণ
ইন্ডিয়া অটিজম সেন্টারের আয়োজনে বিগত ১০-১২ই জানুয়ারি কোলকাতার এমিটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় ২য় আন্তর্জাতিক অটিজম কনফারেন্স। ইন্ডিয়া অটিজম সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মি: সুরেশ সোমানির সভাপতিত্বে তিনদিন ব্যাপী এই কনফারেন্সে বক্তব্য রাখেন সারাবিশ্ব থেকে আগত ৩২ জন স্বনামধন্য গবেষক। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রফেসর বিশ্বদেব চক্রবর্তী, প্রফেসর জয় রঞ্জন রাম, ড. রোনাল্ড রীফ, কেভিন গার্স, লরী উম্ব প্রমুখ। উক্ত আয়োজনে অটিজম বিষয়ক প্রশিক্ষণে আগ্রহী অভিভাবক, শিক্ষক ও চিকিৎসকদের জন্য বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়। যার মধ্যে সায়েন্টিফিক পোস্টার কম্পিটিশনে সর্বমোট ২৫ টি পোস্টার নিয়ে দেশ বিদেশ থেকে আগত বিভিন্ন টীম অংশগ্রহণ করে। সেখানে টীম ‘আইএফএমএসএ বাংলাদেশ’ প্রথম স্থান অধিকার করে। তাদের পোস্টারের বিষয় ছিল ‘নলেজ অফ অটিজম স্পেক্ট্রাম ডিজর্ডার এমোং সেকেন্ড – ফোর্থ ফেইজ এমবিবিএস স্টুডেন্টস অফ বাংলাদেশ’। বিজয়ী দলের সদস্যরা হচ্ছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের এমবিবিএস ৫ম বর্ষের শিক্ষার্থী আলভী আহসান, মুমতাহিনা ফাতিমা, রাইসা নাওয়াল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস ৫ম বর্ষের শিক্ষার্থী মোস্তফা আরাফাত ইসলাম। পুরষ্কাররস্বরূপ বিজয়ী দলকে ১০ হাজার রুপী এবং সম্মাননা স্বারক প্রদান করা হয়।
এই আয়োজনের উদ্দেশ্য ছিল অটিজমের চিকিৎসায় সর্বাধুনিক গবেষনা এবং উন্নয়ন নিয়ে আলোচনার পাশাপাশি অটিজমে আক্রান্ত শিশুদের শিক্ষাদান পদ্ধতিতে আধুনিক গবেষণা এবং উন্নত ব্যবস্থাপনা নিয়ে কাজ করা। ‘সেন্টার ফর ডিজিস কন্ট্রোল’ এর হিসাব মতে প্রতি ৫৯ জনে ১ জন শিশু অটিজমে আক্রান্ত।দ্রুততম সময়ের মধ্যে রোগ নির্ণয় করতে না পারলে দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান সম্ভবপর হয়ে ওঠে না।
বিজয়ী দলের সদস্যরা জানান,এটি তাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।দেশের বাইরে আয়োজিত কনফারেন্সে অংশগ্রহণ করে প্রথম পুরষ্কার অর্জন তাদেরকে বেশ অনুপ্রাণিত করেছে। তারা ভবিষ্যতেও এমন আয়োজনে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন। এছাড়া ভবিষ্যতে মেডিকেল সেক্টরে তারা গবেষণামূলক কাজ করতে আগ্রহী বলে জানান।
Site Developed By: Md. Shohag Hossain